ইসলামী ব্যাংকের মৌলভীবাজার কলেজ উপ-শাখার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২০, ৫:১৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘কলেজগেইট উপ-শাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১১ ফেব্রæয়ারি মঙ্গলবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজ গেটে ব্যাংকটির ২৩তম উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক জিয়াবুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান চেম্বার সভাপতি মো. কামাল হোসেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সেলিম আহমদ প্রমুখ।
এছাড়াও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, বাংলাদেশ সরকারের এসডিজি ও জিডিপি প্রবৃদ্ধি অর্জনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অবদান রয়েছে। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা তড়িৎ গতিতে অর্থ দেশে পাঠাতে পারছেন। এতে উপকৃত হচ্ছেন দেশের নাগরিকরা। দেশে বেকার যুবক ব্যাংকটির মাধ্যমে তাদের কর্মক্ষেত্র খোঁজে পাবে। ভবিষ্যতেও ইসলামী ব্যাংকের এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানান। পরে ফিতা কেটে কলেজ উপ-শাখাটির শুভ উদ্বোধন করেন অতিথিরা।