রাজনগরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, জরিমানা
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০২০, ৪:২১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ভোক্তা অধিকার অধিদপ্তর রাজনগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এই অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে সহযোগিতা করেন আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স।
অভিযানে ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রায় নির্ধারিত ঔষধসমূহ রাখার বাধ্যবাধকতা থাকলেও বাহিরে রেখে ঔষধ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ছোয়াব আলী বাজারে অবস্থিত মেসার্স দি দাস ফার্মেসীকে ২ হাজার টাকা, বাধবাজারে অবস্থিত শহিদ মিয়া স্টোরকে ১ হাজার ৫ শ টাকা, সিলেট রোডে অবস্থিত রুমা ডিপার্টমেন্ট স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৫হাজার ৫শ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।