মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে রোগী দেখতে গেটপাস লাগবে দর্শনার্থীদের
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি ২০২০, ৪:৫১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
এখন থেকে হাসপাতালে রোগী দেখতে হলে দর্শনার্থীদের গেটপাস লাগবে। আজ ৮ ফেব্রæয়ারি থেকে এই নিয়ম চালু হবে। দর্শনার্থী নিয়ন্ত্রণ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালেও এই নিয়ম চালু হবে।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, একজন রোগীর জন্য দুইজন দর্শনার্থী কার্ড প্রতি ৫০ টাকা জামানত দিয়ে গেটপাস কার্ড সংগ্রহ করতে হবে। হাসপাতাল ত্যাগের আগেই পাস ফেরত দিয়ে দর্শনার্থী জামানত ফেরত নিতে পারবেন। তবে শীতকালে প্রতিদিন ৩টা থেকে ৫টা এবং বর্ষাকালে ৪টা থেকে ৬টা পর্যন্ত সময়ে দর্শনার্থীরা পূর্বের মত পাস কার্ড ছাড়াই প্রবেশ করতে পারবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, ‘দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানসম্মত চিকিৎসা দেওয়া সরকারের লক্ষ্য। নিরাপদ চিকিৎসার জন্য রোগীর সঙ্গে আসা দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা জরুরি।’
দেশের সব সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নির্দেশক্রমে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
নির্দেশনায় রয়েছেÑ হাসপাতালের সব চিকিৎসক, নার্সসহ কর্মচারীরা বৈধ পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন করবেন। আগত দর্শনার্থীদের জন্য পাস ইস্যু করার সময় নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পরিদর্শনের কারণ ইত্যাদি তথ্য-সংবলিত রেজিস্টার সংরক্ষণ করা যেতে পারে।