মৌলভীবাজারে শাহ মোস্তফা (র.) একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি ২০২০, ৪:২৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে শাহ মোস্তফা (র.) একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ ফেব্রুয়ারি শনিবার এ উপলক্ষে মৌলভীবাজারে শাহ মোস্তফা (র.) একাডেমির অস্থায়ী ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। মৌলভীবাজারে শাহ মোস্তফা (র.) একাডেমির অধ্যক্ষ ইয়ামির আলীর সভাপতিত্বে পুরস্কর বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামি ইতিহাস বিভাগের অধ্যাপক মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আলাউদ্দিন, আটঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন মিয়া, সাংবাদিক বেলাল তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথিবৃন্দসহ শাহ মোস্তফা (র.) একাডেমির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অভিভাবক সমাবেশ শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।