মৌলভীবাজার মহকুমা আ.লীগের প্রতিষ্ঠাতা সৈয়দ আমজদ আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০২০, ৭:৫২ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত সৈয়দ আমজদ আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পারিবারিকভাবে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। মরহুম সৈয়দ আমজদ আলী ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি মৌলভীবাজার শহরের পৌর এলাকার আরামবাগের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
মরহুম সৈয়দ আমজদ আলীর ছেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মহসিন পারভেজ বলেন, ‘আমার বাবা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অনেক অবদান রেখেছেন। এককালে শিক্ষকতা করা রাজনীতির এই বীরপুরুষ বৃটিশ শাষনামলে তৎকালিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্য ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। মহকুমা আওয়ামী লীগ প্রতিষ্ঠায় তার অনেক অবদান থাকলেও দল হিসেবে জেলা আওয়ামী লীগ সেভাবে আজও তার তেমন কোন মূল্যায়ন করেনি।’