মৌলভীবাজারের ছাত্রদলের সকল উপজেলা, পৌর ও কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০২০, ২:৩৫ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা ছাত্রদলের অধিনস্ত সকল উপজেলা, পৌর ও কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। গত রোববার (৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদলের সহদপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এই বার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সিলেট মহানগর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা শাখার অধীনস্ত প্রতিটি উপজেলা, পৌর ও কলেজ সমূহের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল গত ২ ফেব্রুয়ারি এক সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ও ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তুলতে আগামী ১৮ মার্চের মধ্যে আহŸায়ক কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সাংগঠনিক রায়হান আহমদ বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ওই সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই নতুন আহŸায়ক কমিটি ঘোষণা করা হবে।