মৌলভীবাজারে সড়ক দুঘর্টনায় নিহত ২, আহত ৪
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২০, ৪:৪২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
সিলেট-ঢাকা আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার মিনারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে একটি সিএনজি সদর উপজেলার শেরপুর থেকে মৌলভীবাজার সদরে যাচ্ছিল। মনুমুখ ইউনিয়নের মিনারা নামক স্থানে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় সদর উপজেলার বাউরভাগ গ্রামের মুজাহিদুল ইসলাম (৩৫) ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে পাবনা জেলার আল আমিন (২৫) নামে আরেক যুবক মারা যান। অপর ৪ আহতদের মধ্যে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং অন্য দুই জনকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সল জামান।