শেরপুরে মাদক বিরোধী গণসচেতনতামূলক সমাবেশ
`মাদককে না’ বলে শপথ বাক্য পাঠ করালেন বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২০, ৫:২৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
‘মাদক রুখবো- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো,’ ‘মুজিববর্ষের অঙ্গীকার মাদক করবো পরিহার’ এই সব প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে মাদক বিরোধী গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ জানুয়ারি রোববার দুপুরে মৌলভীবাজার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুধীজনকে ‘মাদকে না’ বলে শপথ বাক্য পাঠ করিয়ে মাদকমুক্ত সমাজ ও দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সভাপতিত্বে ও শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আব্দল মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড, সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অরবিন্দ পোদ্দার বাচ্চু, যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা আলী হায়দর, প্রধান শিক্ষক মো হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শাহীনা আক্তার, সাংবাদিক নূরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান, চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, সৈদপুরবাজার মাদরাসার অধ্যক্ষ আলী আক্কাস মোল্লা, মুকিমপুর মাদরাসার প্রধান মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা পর্ব শেষে সিলেট অঞ্চলের বরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য, মাদক বিরোধী গণসচেতনতামূলক অনুষ্ঠানে সিলেট বিভাগের তিনটি উপজেলার স্কুল, কলেজ, মাদরাসাসহ অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।