মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২০, ১:৫৭ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
মৌলভীবাজার সদরের পুলিশ লাইন এলাকায় অবস্থিত জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে প্রকাশিত প্রকাশনা ‘পান্ডুলিপি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ ২৬ জানুয়ারি রোববার মাদরাসা ক্যাম্পাসে প্রতিষ্ঠানের সুপার মাওলানা শেখ আব্দুল হকের সভাপতিত্বে ও মো. আজহারুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সম্পাদক মৌসুফ এ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাব।
বক্তব্য রাখেন মাদরাসার সহ-সুপার মাওলানা হারুনুর রশিদ তালুকদার, মাদরাসার সহকারী শিক্ষক জাহিদুর রহমান, হাবিবুর রহমান, ওমর ফারুক, আব্দুস সালাম, বেলাল আহমদ, ফজলুর রহমান।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. আল আমিন, আব্দুল্লাহ আল মামুন, মুশফিকুর রহমান প্রমুখ।