মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২০, ৭:৪৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদরের মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ জানুয়ারি শনিবার এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা নুুরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা লোকমান খান নবীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫নং আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমদ।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, নওমৌজা জগৎপুর দাখিল মাদরাসার সভাপতি এমদাদুর রহমান রেনু, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান, হাজী মুজিবুর রহমান, সাবেক মেম্বার শেখ আজিজুর রহমান রুনু, আব্দুর রকিব প্রমুখ।
উদ্বোধন শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন খালিশপুর রহমানিয়া আলিম মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন – আব্দুল বাছিত তরফদার, হাজী আলতাফুর রহমান, কয়ছর খান, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ এনামুল কবির, বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিছুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইকবাল, আবু বকর, আলহাজ এখলাছুর রহমান , মোবাশ্বীর হোসাইন, হাজী আব্দুল গফুর, জুনেদ বিন জামান, আব্দুর রকিব খান, আমিনুর রশিদ তরফদার কামাল, সাকের আহমদ, শফিউল আলম জগলু, গৌছুজ্জামান, খালেদ আহমদ প্রমুখ।