দুই বছরে অর্ধকোটি মানুষকে ৯৯৯’ সেবা দিতে পেরেছি -মৌলভীবাজারে পুলিশের মহাপরিদর্শক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২০, ৭:২৮ অপরাহ্ণ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের ৯৯৯ সেবা দুই বছরে দুই কোটি মানুষের কাছ থেকে সাহায্যের আবেদন পেয়েছি। এর মধ্যে আমরা প্রায় অর্ধ কোটি মানুষের কাছে সাহায্য পৌছে দিতে পেরেছি। পুলিশ চায় মানুষকে সেবা দিতে, মানুষকে সাহায্য করতে। পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাই। সেই প্রচেষ্টাই অব্যাহত আছে।
আজ ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইন্স এ জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
এ সময় তিনি দর্শকদের প্রশ্ন করে বলেন ’আগের চেয়ে এখন মানুষ ভাল সেবা পাচ্ছে কি না?’ হ্যাঁ সুচক উত্তর পেয়ে তিনি বলেন, আমরা পুলিশ আপনাদেরই সন্তান, স্বজন। আমরা অন্যগ্রহ থেকে আসিনি। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছে। এমনকি কোন পুলিশ সদস্যও যদি মাদকের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আপনাদের পুলিশ হতে চাই, জনগণের পুলিশ হতে চাই।
মাদককে জিরো ট্রলারেন্সে আনতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মাদকের সাথে যে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন কি পুলিশের কেউ জড়িত থাকলেও আইনী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইজিপি আরো বলেন, পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে পারস্পারিক মেলবন্ধনের সৃষ্টি হয়। এতে কর্মক্ষেত্রে অনুুপ্রেরণা হিসেবে কাজ করে।
মৌলভীবাজারের পুুলিশ সুপার ফারুক আহমদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. কামরুল আহসান বিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, অতিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতেই দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করে। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রসনা বিলাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।