মুজিববর্ষে মৌলভীবাজারে ‘মাধবী বলছি’ নাটক মঞ্চস্থ
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২০, ৪:৪৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে ভারতের আগরতলা নাট্যভূমি নাট্যদল অভিনীত ‘মাধবী বলছি’ নাটক মঞ্চস্থ হয়েছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় শহরের স্থানীয় সাইফুর রহমান অডিটোরিয়ামে দৃষ্টিপাত নাট্যগোষ্ঠীর আয়োজনে ও সঞ্জয় কর এর রচনা ও পরিচালনায় প্রধান চরিত্রে একক অভিনয় করেন সুপ্রীতি ঘোষ।
নাটক পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৃষ্টিপাত নাট্যগোষ্ঠীর সভাপতি নাট্যকার আব্দুল মতিন। সৈয়দ মনসুর আহমদ সুমেল’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহসভাপতি অপূর্ব কান্তি ধর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, নাট্যকার খালেদ চৌধুরী, এম এ রহিম শহীদ (সিআইপি), ডা. আশীষ কুমার বৈদ্য, নাট্যকার রুহেল আহমদ, কবি পুলক কান্তি ধর প্রমুখ।
বক্তারা বলেন, অন্ধকার সমাজে নাটক আলো ছড়ায়। মুজিববর্ষে এ ধরণের আয়োজন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জীবন দর্শন আলোর দিশারী হয়ে বাঙালিকে সুন্দর আগামীর পথ দেখাবে। বাঙালি সভ্যতা বিকাশে মানবিক শুভবোধ জাগাতে সংস্কৃতি চর্চার বিকল্প কিছু হতে পারে না।
মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের দৃষ্টিপাত নাট্যগোষ্ঠী দুইপর্বে সপ্তাহব্যাপি নাট্যাৎসবের আয়োজন করে। প্রথম পর্বে ১১-১৪ জানুয়ারি বিভিন্ন নাট্য সংগঠন নাটক পরিবেশন করে। শুক্রবার থেকে দ্বিতীয় পর্বের নাটক প্রদর্শন শুরু হয়েছে। এ আয়োজন চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।