এসকে সিনহা বিচারবিভাগকে কলুষিত করে গেছে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২০, ৪:৩০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা বিচার বিভাগকে কলুষিত করে গেছে। এই কুলাঙ্গার আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। দুর্নীতিবাজ এই বিচারপতির বিচার বাংলার মাটিতেই হবে।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী। জাতির পিতার হত্যাকারীদের বিচার না করার জন্য জিয়াউর রহমান আইন করেছিল। জিয়াউর রহমান রাজাকারদের দিয়েই মন্ত্রী পরিষদ গঠন করেন।
আজ ২৫ জানুয়ারি শনিবার দুপুরে মৌলভীবাজারে জেলা সদর, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় স্থাপিত মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথাগুলো বলেন।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহিদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদসেেনছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংরক্ষিত মহিলা এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার জামাল উদ্দিন প্রমুখ।
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণের ব্যাপারে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ব্যতিক্রমি স্থানগুলো সংরক্ষণ করতে হবে। যাতে এই স্থানগুলো দেখে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে। সারাদেশে মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করা হবে। মুজিববর্ষ উপলক্ষে প্রত্যেক মুক্তিযুদ্ধাদের বক্তব্য রেকর্ড করা হবে। পরবর্তী প্রজন্ম তাদের বক্তব্য থেকে অনেক কিছু শিখতে পারবে এবং গবেষকরা গবেষণা করতে পারবেন।
মুক্তিযোদ্ধাদের নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিটি সরকারি অফিসে মুক্তিযোদ্ধারা প্রবেশের পর তাদের পরিচয়পত্র দেখানো মাত্র তাদের জন্য একটি আসন সংরক্ষিত করে রাখা হবে। মুক্তিযুদ্ধাদের চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতালে সরকারি ফান্ড দেয়া হয়েছে। যে সকল ডাক্তাররা মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মুক্তিযোদ্ধাদের নামে প্রতিটি এলাকায় একটি রাস্তা করারও আশ্বাস দেন মন্ত্রী।