মৌলভীবাজারে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২০, ১২:৩৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের দশ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২২ জানুয়ারি বুধবার বিকেলে সদর উপজেলার সরকার বাজার মাঠে উদ্বোধনী খেলার মাধ্যমে টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনার বাংলা আদর্শ ক্লাবের সভাপতি কয়েছ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন। প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট ক্লাবের ক্রিকেটার আবু জায়েদ রাহী।
বিশেষ অতিথি ছিলেন খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু, সিলেট ক্রিকেট সার্পোটার এসোসিয়েশনের সভাপতি সাদিকুর রহমান সুমন ও যুক্তরাজ্য প্রবাসী ময়নুল ইসলাম সোহাগ।
এছাড়াও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ৮টি টিম অংশ নিবে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় শেরপুর সবুজ কুঁড়ি ক্লাব ও সোনার বাংলা আর্দশ ক্লাব।