শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বিভিন্ন স্কুলে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২০, ৪:৫৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার আহমদ লস্কর ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্কুল শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মচারীবৃন্দ। আজ ২২ জানুয়ারি বুধবার সকাল ১১টায় এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে জেলা শহরের সরকারি স্কুলসহ প্রত্যেক স্কুলের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, সাংবাদিক বকসী ইকবাল আহমদ, নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
কাশীনাথ আলাউদ্দিন স্কুল ও কলেজের সম্মুখে একই দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কামাল হোসেন, প্রভাষক মাহমুদ খান, শিক্ষক রোকসানা বেগম, লুৎফুর রহমান, দেবযানী ভৌমিক, বাবু লক্ষী কান্ত ভৌমিক, সাইফুর রহমান প্রমুখ।
এদিকে এই দাবির সাথে একাত্মতা পোষণ করে আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ভাদাইর দেউল (লস্কর মঞ্জিল) এ পূর্ব বিরোধের জের ধরে সম্প্রতি সন্ত্রাসী হামলায় স্কুল শিক্ষক সুবর্ণা আফরিন, শামীমা আক্তার, শাহরিয়ার আহমদ, শাকিব আহমদ ( শাওন) আহত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এখনও আক্রান্ত পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগছেন।
সন্ত্রাসী হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় শামীমা আক্তার বাদী হয়ে আতাউর রহমান এর পুত্র খলিলুর রহমান, জাহিদ (৪০), অনিক (৫২), শাহানাজ শিরিন, শাম্মী নাসরিনসহ অজ্ঞাতনামা আরও ১০/১২জনকে আসামী করে লিখিত অভিযোগ দিয়েছেন।