মৌলভীবাজারে ৫ লাশের ময়নাতদন্ত সম্পন্ন, থানায় ২টি মামলা
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২০, ৭:৪২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে পাল্লাতল চা বাগান থেকে উদ্ধার ৫ মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় বড়লেখা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
সোমবার দুপরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ময়না তদন্ত সম্পন্ন করেছেন।
ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ৪টি মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তারা রক্তক্ষরণ হয়ে মারা গেছেন। এদিকে ঘাতক নির্মলের গলায় ফাঁসের চিহ্ন এবং মাথা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় পাল্লাতল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন বাদী হয়ে বড়লেখা থানায় অপমৃত্যু ও হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনার তদন্ত করতে পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি যৌথভাবে কাজ করছে।
প্রসঙ্গত, গত রোববার সকালে বড়লেখার পাল্লাতল চা বাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী শাশুড়িসহ চারজনকে হত্যার পর ঘাতক নির্মল কর্মকার আত্মহত্যা করে।