প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন দুই সন্তানের জননী
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২০, ৩:৪৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের কদুপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন দুই সন্তানেন জননী। গতকাল ১৭ জানুয়ারি শুক্রবার সন্ধায় মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে শিল্পি দেবনাথ (২৮) নামে এক গৃহিনী নিহত হন। নিহত শিল্পি দেবনাথ বাহরাইন প্রবাসী হরিপদ দেবনাথের স্ত্রী এবং ২ সন্তানের জননী।
জানা যায়, বেপরোয়া গতির প্রাইভেটকারটি বন্ধ থাকা একটি দোকান কোঠায় উঠে যায়। শিল্পী ওই সময় ডাক্তার দেখিয়ে মৌলভীবাজার শহর থেকে কদুপুর বাড়ীতে যাওয়ার পথে দোকানের সামনে নামলে ওই সময় বেপরোয়া গতির কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীরা তাকে উদ্বার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল নিলে পরে সিলেটের ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, প্রাইভেটকারের ধাক্কায় শিল্পী নামের একজন পথচারী সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় গাড়ির চালক পালিয়ে গেছে গাড়িটি আটক করা হয়েছে।