জুড়ীতে ছাত্রকল্যাণ পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২০, ৮:১৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
জুড়ীতে ছাত্রকল্যাণ পরিষদ বাছিরপুরের আয়োজনে জেএসসি, জেডিসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ জানুয়ারি বুধবার দুপুরে বাছিরপুর স্কুলের হলরুমে সংগঠনের সভাপতি সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আফজাল হোসাইন হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন পশ্চিমজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, বিআরডিবি চেয়ারম্যান এম এ সালাম, বশিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুপমা দাশ, মাওলানা তাজুল ইসলাম জোনায়েদ, সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম, নাট্যকার সৈয়দ আলতাফ হোসেন ও সংগঠনের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল ওয়াহিদ তামিম।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রকল্যাণ পরিষদের বিগত বছরের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ হাফেজ আতিকুর রহমান, সদস্য জালাল আহমদ মাহিন, আব্দুল মুকিত জুলন, এসময় আরোও উপস্থিত ছিলেন বশিরপুর স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে ১৫টি স্কুলের শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ছাত্রকল্যাণ পরিষদের ২০২০ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন।