হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) এর ৬৭৯তম উরুস মোবারক শুরু
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২০, ৬:৪৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
হযরত সৈয়দ শাহ্ জালাল (র.) এর অন্যতম সহচর হযরত সৈয়দ শাহ্ মোস্তফা শের-ই সওয়ার চাবুকমার (র.) এর দুই দিনব্যাপী ৬৭৯তম ওরুস মোবারক শুরু হয়েছে।
উরুস উদযাপন পরিষদ দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ ১৫ জানুয়ারি বুধবার মিলাদ মাহফিল, গরু জবেহের মধ্যে দিয়ে উরুস শুরু হয়।
আগামীকাল বৃহস্পতিবার গিলাফ চড়ানো, জিগির আছকার ও শিরনী বিতরণ করা হবে। ওরুস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশিকান ও ভক্তরা সমাগত হয়েছেন। আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ৬৭৯তম উরুস শেষ হবে।
উরুসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি বিদেশী পণ্যের দোকান বসেছে। উরুস ও মেলায় আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন।