রাজনগরে ফ্রান্স প্রবাসী সাইফুর রহমান চৌধুরী কাইয়ূমকে ছাত্রলীগের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২০, ৮:২৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
সাবেক ছাত্রলীগ নেতা ফ্রান্স প্রবাসী সাইফুর রহমান চৌধুরী কাইয়ুমকে সংবর্ধনা প্রদান করেছে রাজনগর উপজেলা ছাত্রলীগ। গতকাল রবিবার রাত ৮টার দিকে রাজনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
রাজনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান সাজুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভপতি আলহাজ মিছবাহুদ্দোজা ভেলাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান সালেক মিয়া, রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাদিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি সাইফুর রহমান চৌধুরী কাইয়ুম তার অনুভূতি ব্যক্ত করেন ও ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি নূরুল হক, জেলা যুবলীগের সহ-সম্পাদক সাদমান সাকিব চৌধুরী, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য মুহি উদ্দিন দীপু, রাজনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি গনেশ দেব, সাংগঠনিক সম্পাদক তুলিপ খান, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, ফ্রান্স প্রবাসী সাইফুর রহমান চৌধুরী কাইয়ুম দেশে থাকতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে ছিলেন। প্রবাসেও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে দলের পক্ষে কাজ করছেন। তাকে সংবর্ধনা প্রদান করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানান অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।