রোটারেক্ট ক্লাব মৌলভীবাজার সরকারি কলেজের উদ্যোগে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২০, ২:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
সারা দেশব্যাপি জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন এর ধারাবাহিকতায় রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজের উদ্যোগে গতকাল শনিবার দি স্টার কে.জি এন্ড জুনিয়র হাই স্কুলে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙ্গের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হয়।
ক্লাব সভাপতি রোটারেক্টর মো. হাবিবুল বাশার সুমনের সভাপতিতে ও রোটারেক্টর সাদিক রাজা এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দি স্টার কে. জি এন্ড জুনিয়র হাই স্কুলের প্রিন্সিপাল মো. শফিকুল আলম সুহেল, উপস্তিত ছিলেন রোটারেক্টর সৈয়দ ফারাবি , রোটারেক্টর উবায়েদুর রহমান , রোটারেক্টর আনিছুর রহমান রনি , আনোয়ারা বেগম চৌধুরী , নাছির উদ্দিন অহি , তানিয়া সুলতানা , লাকি বেগম , নিঝুম আক্তার , সুহেল আহমদ , জাহেদ আহমদ প্রমুখ।