চ্যাম্পিয়ন নিশান গ্রুপ বড়দল!
কুলাউড়ায় টিভি অ্যান্ড টিভি নকআউট মিনি ফুটবল টুর্নামেন্ট
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২০, ৪:১০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে মনসুর অগ্রযাত্রা ক্রীড়া সংস্থার আয়োজনে টিভি অ্যান্ড টিভি নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে স্থানীয় মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদরাসা সংলগ্ন মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। এতে নিশান গ্রæপ বড়দল ১-০ গোলে একতা যুব সংঘ হোসেনপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।
টুর্নামেন্টের পৃষ্টপোষক কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মোহিত বাবলুর সভাপতিত্বে ও মনসুর অগ্রযাত্রা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাকিবুল হক নাঈমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ সৈয়দ তফজ্জুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী চিনু মিয়া, সমাজসেবক আনোয়ারুল বারী সিতার, কুলাউড়া নির্মাণ কল্যাণ সমিতির সভাপতি মুক্তার মিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জালাল আহমদ, সদস্য রাহিম আহমদ মান্না, রুমেল আহমদ, ফয়েজ আহমদ, নূর উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।