কমলগঞ্জে স্বামীর দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রীর মামলা
প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি ২০২০, ১০:৫৮ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে প্রবাস থেকে ফিরে স্ত্রী সন্তান রেখে বিয়ে করেছে যুবক। প্রথম স্ত্রীর অভিযোগ স্বাামীর নির্যাতনের স্বীকার তার এক ছেলে আছে। এ ঘটনায় মৌলভীবাজার আদালতে মামলা হয়েছে। স্বামী পারবেজ মিয়ার বাড়ি উপজেলার পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে।
জানা যায়, বৈদ্যনাথপুর গ্রামের জমির আলীর মেয়ে রোমেনা আক্তার (২২) একই এলাকার সুন্দর আলীর ছেলে মো. পারবেজ মিয়ার সাথে ২০১৮ সালের মে মাসের ২৮ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিছু দিন সংসার করার পর রোমেনার গর্ভে একটি সন্তান আসে। এ সময় স্বামী পারবেজ চলে যান বিদেশে। এরপর থেকে স্ত্রীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
স্ত্রী রোমেনা আক্তার জানান, বিদেশ যাওয়ার সময় আমার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা এনে দিয়েছি। দীর্ঘ দেড় বছর বিদেশ থাকা অবস্থায় কোন যোগাযোগ রাখেনি। এ দেড় বছরের মধ্যে একটি ছেলে সন্তান জন্ম হয়েছে। ছেলের নাম জিসান মিয়া (১৩ মাস) ছেলে জন্মের পর থেকে স্বামীর পরিবারের লোকজনের অত্যাচার নির্যাতন সহ্য করে আছি। বাবার বাড়ী থেকে সহায়তা নিয়ে ছেলেকে লালন পালন করছি। স্বামী বিদেশ থেকে প্রায় দেড় বছরে দেশে আসার পর এক মেয়েকে নিয়ে রাত্রী যাপন করে পরের দিন ঐ মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে শিশু সন্তানসহ বাবার বাড়ীতে রয়েছি। এখন পর্যন্ত শিশু সন্তান ও আমার কোন খোঁজখবর রাখেনি আমার স্বামী পারবেজ।
রোমেনার বাবা জমির আলী বলেন, যৌতুকের দাবি পূরণ করতে না পারায় আমার মেয়ের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পারবেজ ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় মৌলভীবাজার জুডিসয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আদালতে আমার মেয়ে বাদি হয়ে পারবেজকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত স্বামী পারবেজ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিবাহের পর থেকে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই আছে। এ বিবাদ নিয়ে সামাজিক বৈঠক শতবার হয়েছে স্ত্রীর পক্ষ থেকে কোন সমাধান করা হয়নি। যন্ত্রনা সহ্য করতে না পেরে অন্য এক মেয়েকে বিয়ে করছি। প্রথম স্ত্রীকে নিয়ে আর সংসার করা যাবে না। স্ত্রীকে ছেড়ে দেওয়ার বিষয়ে যেভাবে সমাধান হবে আমার মতামত থাকবে।
পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটা খারপ প্রকৃতির। স্ত্রী সন্তান রেখে আরেকটি মেয়েকে বিবাহ করছে। তাই মেয়েটি আদালতে মামলা করছে। আইনিভাবে তার ব্যবস্থা নেওয়া হবে।