গোলাপগঞ্জে শ্রমিকলীগ কর্মী হত্যায় ২৫ জনের বিরোদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ৪ জানুয়ারি ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ সংবাদদাতাঃ
বুধবারীবাজারের শিকপুর ফেরিঘাটে টোল আদায়কে কেন্দ্র করে শ্রমিকলীগ ও গাড়ি চালকদের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ (৪ জানুয়ারী) নিহত শ্রমিকলীগ কর্মী সাইদুলের বাবা আলা উদ্দিন বাদী হয়ে ২৫ জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে এ মামলার ২ জন আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রমতে,মামলার আসামীরা হলেন জাহিদুর রহমান (৩৪),পিতা মদরিছ আলী,ফারুক উদ্দিন (৩০),পিতা সিরাজ উদ্দিন,শাহিন আহমেদ (২৭),পিতা মোঃ আব্দুল আলিম,রেদওয়ান হোসেন (২৫),পিতা আবুল হোসেন,জামিল হোসেন (২৫),পিতা সিদ্দিক আলী,তারেক আহমদ (৩২),পিতা তবারক আলী,মনসুর আহমদ (৩০),পিতা ফারুক আহমদ,মামুন হোসেন (৩২),পিতা জমির হোসেন,লিটন আহমদ (২৫),পিতা জালাল আহমদ,তায়েম আহমদ (২২),পিতা বাবুল আহমদ,ডালিম হোসেন (২৮),পিতা এখলাছ উদ্দিন,রহিম উদ্দিন (৩৭),পিতা করিম উদ্দিন,নাইম আহমদ (২৫),পিতা ইছাক আলী,হিজবুল আলম (২৪),পিতা রফিক উদ্দিন,মুরাদ হোসেন (২৫),পিতা আমির উদ্দিন,এমাদ উদ্দিন (৩২),পিতা আমির উদ্দিন,ইসলাম উদ্দিন (৪০),পিতা রহিম উদ্দিন,রাসেল আহমদ (২৬),পিতা আছার উদ্দিন,ইমরান আহমদ (২৫),পিতা আছার উদ্দিন,তোফায়েল আহমদ (২২),পিতা জহির আহমদ,মুন্না ইসলাম(২৫),পিতা আব্দুল মালিক,জাকির হোসেন (৩৫),পিতা আজিজুল মিয়া,আলী হোসেন (৩০),পিতা আজিজুল মিয়া,রেজা মিয়া (৩৫),পিতা নজির আলী ও দুলাল আহমদ (৩২),পিতা সরাফত আলী।
জানা যায়,এজহারভুক্ত সকল আসামীর বাড়ী বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুর,লামাচন্দরপুর,শিকপুর,বহরগ্রাম ও কালিজুড়ী গ্রামে।
সার্বিক বিষয় জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,সাইদুল হত্যার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ জাহিদুর রহমান ও ফারুক উদ্দিন নামে ২ জনকে আটক করেছে। বাকী আসামীদেরকে গ্রেফতারে অভিযান চলছে। সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য,গত ২ জানুয়ারী শিকপুর ফেরীঘাটে টোক আদায়কে কেন্দ্র করে সরকারদলীয় শ্রমিক সংগঠন শ্রমিকলীগের সাথে স্থানীয় গাড়ি চালকদের সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে সাইদুল নামে এক শ্রমিকলীগ কর্মী নিহত হয়। সে বুধবারীবাজার ইউনিয়ন চেয়ারম্যান মস্তাব আহমদ কামাল ও আওয়ামীলীগ নেতা মাহতাব উদ্দিন গ্রুপের কর্মী ছিল। তার বাবার নাম আলা উদ্দিন। গ্রামের বাড়ী চন্দরপুর।