কমলগঞ্জে নিখোঁজের ৫দিন পর যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৯, ৪:৪৬ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জের ত্রিপুরা সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের নওয়াগাঁও এলাকায় নিখোঁজ হওয়ার ৫দিন পর পাহাড়ি ছড়ায় এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে। ২৪ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হলেও রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা সীমান্তের ৯৪/২৪ সীমান্ত খুঁটির নো-ম্যান্স ল্যান্ড এলাকার এ লাশ পাওয়া যায়। গতকাল (৩০ ডিসেম্বর) সোমবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, নওয়াগাঁও গ্রামের সে মুসলিম মণিপুরী সম্প্রদায়ের জোয়াদ আলীর বড় ছেলে নুরুল ইসলাম (২২) ভারতের ত্রিপুরার কমলপুর এলাকার ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা পাহাড়ি ছড়ায় তার লাশ দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খবর দেয়। বিজিবি সদস্যদের মাধ্যমে কমলগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা করলে গভীর বনে লাশটি পড়ে থাকায় রাতে লাশ উদ্ধার করা যায়নি। সোমবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নূরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম জানান, নিখোঁজের পর বিভিন্ন স্থানে তাকে খোঁজেও পাওয়া যায়নি। অবশেষে চাম্পারায় চা বাগানের তৈলং বাড়ি এলাকার গভীর বনে নো-ম্যান্স ল্যান্ডের ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি পাহাড়ি ছড়ায় লাশের সংবাদ পাই। তার লাশ পড়ে থাকতে দেখে বিএসএফ কুরমা ক্যাম্পের বিজিবি সদস্যদের খবর দেয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার ছবি ধারণ করে এনে আমাদের দেখানোর পর তাকে সনাক্ত করি।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র নাথ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির মাধ্যমে খবর পাই। গভীর বন এলাকায় থাকায় সোমবার সকালে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।