১১ জানুয়ারি মৌলভীবাজারে ভিটামিন এ+ ক্যাম্পেইন, সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৯, ৬:১১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
আগামী ১১ই জানুয়ারি শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মৌলভীবাজারে দুই লাখ ৭৫ হাজার ৫৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এনিয়ে গত ৩০ ডিসেস্বর সোমবার সকালে ইপিআই ভবনে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. মোঃ শাহজাহান কবির এর সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন এর পরিচালনায় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভিটামিন এ প্লাস সম্পর্কে প্রেজেন্টেশন করেন ডা. রুকসানা ওয়াহিদ রাহি।
সভায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সহ-সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, আকমল হোসেন নিপু এস এম উমেদ আলী প্রমুখ।