মৌলভীবাজারে ইনোভেশন শোকেসিং
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৯, ৯:২০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
জেলা পর্যায়ে নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগ প্রদর্শন (ইনোভেশন শোকেসিং) ও কর্মশালা মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাইফুর রহমান অডিটেরিয়ামে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ তাঁদের ইনোভেশন শোকেসিং করেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। অনুষ্ঠানে কর্মশালা ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রেষ্ঠ ৩টি উদ্যোগ ও ৩টি স্টলকে ক্রেস্ট প্রদান করা হয়।