কমলগঞ্জ আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৯, ৯:২৬ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক পরীক্ষা ২০১৯-এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ হয়। আজ ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, স্কুলেল প্রতিষ্ঠাতা মো. সালাহ উদ্দীন আহমেদ, স্কুল অধ্যক্ষ মমতা রানী সিনহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সেরা মা ও সেরা উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে ম্যাডেল প্রদান করা হয়। প্রতিটি শ্রেণির বার্ষিক ফলাফল প্রকাশের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।