মৌলভীবাজারে জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০১৯, ৭:৩৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগীতার প্রস্তুতিমূলক খেলা শুরু হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে এই খেলার উদ্বোধন করা হয়। কাবাডি উপ-কমিটির আহŸায়ক আজমল হোসেনের সভাপতিত্বে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ অন্যরা।
খেলায় বালক-বালিকাদের মধ্যে ২০টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে ৫টি দল অংশগ্রহণ করে। খেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। বালক-বালিকাদের মধ্যে ফাইনালে বিজয়ী দুটি দল বিভাগীয় পর্যায়ে খেলবে।
এছাড়াও ১ম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণকারী ১২ টি দলের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।