কমলগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০১৯, ৩:০১ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল (২৩ ডিসেম্বর) সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন, পৌর মেয়র জুয়েল আহমদ, বিআরডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, চেয়ারম্যান আব্দুল হান্নান, থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।