শ্রীমঙ্গলে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৯, ৫:৪৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
শ্রীমঙ্গল উপজেলার সদর ও কালাপুর ইউনিয়নের গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে সদর ও ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৫শ করে এক হাজার গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি এসব শীত বস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা পিআইও কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ প্রমুখ।
এছাড়াও দলীয় নেতকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।