শিকারীর কাছ থেকে বিপন্ন ‘নিশিবক’ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১ ডিসেম্বর ২০১৯, ৫:৫৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
শ্রীমঙ্গল উপজেলা থেকে দুটো বিপন্ন প্রজাতির কালামাথা নিশিবক উদ্ধার করা হয়েছে। শহরের দেববাড়ি আবাসিক এলাকায় বিক্রয়কালে এগুলো উদ্ধার করেন স্থানীয় পাখিপ্রেমীরা।
১ ডিসেম্বর রোববার দুপুরে গোপন সংবাদের খবর পেয়ে সংবাদকর্মীরা ছুটে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারী সামাদ এ দুটো পাখি রেখে গা ঢাকা দেয়। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে এগুলো সুস্থতার জন্য সোহেল শ্যামের তত্বাবধানে রাখা হয়েছে।
সামাদ এই এলাকার একজন কুখ্যাত পাখিশিকারী। চলতি বছরের ৩ নভেম্বর তাকে আমরা শ্রীমঙ্গলের নতুন বাজার থেকে পাতি-সরালি হাঁসসহ হাতনাতে আটক করেছিলাম; ২৫ হাজার টাকার সে হাঁসগুলোর বিক্রি করতে চেয়েছিল। বন্যপ্রাণী রেঞ্জের নিকট তাকে হস্তান্তর করা হলে পরে বন্যপ্রাণী রেঞ্জের তার কাছ থেকে মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু সে মুচলেখার শর্ত ভঙ্গ করে আবারো এখন পাখিশিকারে ব্যস্ত।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জকর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, বিষয়টি খুব দুঃখজনক। পাখিশিকারী সাদামকে এবার আমরা হাতনাতে ধরতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।
বাংলাদেশ বার্ড ক্লাব (বিবিসি) সূত্র জানায়, কালামাথা-নিশিবক বিপন্ন প্রজাতি পাখি। প্রাকৃতিক নদী-নালা, হাওর-বিল প্রভৃতি ধ্বংস হওয়ায় তাদের অস্তিত্ব বিপন্ন। এদের মাথায় ঝুলন্ত সাদা ঝুটি থাকে। এদের চোখ লাল। দিনের বেলায় এরা আড়াল করা গাছে ডালে ঘুমায়। সন্ধ্যা এবং রাতে জলাভূমিতে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়।