কুলাউড়ায় হাডুডু ফাইনালে ফোর ইন ফোর গিয়াসনগর চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৯, ৪:৪৪ অপরাহ্ণ
কুলাউড়া উপজেলায় জাতীয় খেলা হাডুডু (কাবাডি) খেলার ফাইনালে ফোর ইন ফোর গিয়াসনগর চ্যাম্পিয়ন হয়েছে।
২৯ নভেম্বর শুক্রবার রাত ৯টায় ইউনিয়নের বিজয়াবাজার সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তরুণ সমাজকল্যাণ সংস্থা গিয়াসনগরের আয়োজনে জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতলিব স্মৃতি টিভি অ্যান্ড টিভি টুর্নামেন্টের ফাইনাল খেলাটি হাজার হাজার ক্রীড়ামোদি দর্শকরা উপভোগ করেন।
ফাইনাল খেলায় ফোর ইন ফোর গিয়াসনগর এবং আকাশ-তারা যুব সংঘ পৃথিমপাশা একে অপরের মুখোমুখি হয়। খেলায় ফোর ইন ফোর গিয়াসনগর ২৪-১২ পয়েন্টে আকাশ-তারা যুব সংঘ পৃথিমপাশাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইকবাল হোসেন আলোর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক ফয়ছুল আহমদের পরিচালনায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রউফ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাবেক ফুটবলার কাবুল পাল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ গনি।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ রানার্স ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ফোর ইন ফোর এর সিদ্দিক আলী (টাইগার)।
তরুন সমাজকল্যাণ সংস্থার দাবির প্রেক্ষিতে সাবেক এম এম শাহীন তাৎক্ষনিক জার্সি ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করেন।