রাজনৈতিক প্রতিহিংসার বিচারে বন্দী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৯, ৮:৪৯ অপরাহ্ণ
তাজুল ইসলাম, যুক্তরাজ্য থেকে:
বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার রোষানলে পড়েছেন একজন তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।বিচারের নামে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর ওপর নজিরবিহীন মানসিক যে নির্যাতন চালানো হচ্ছে সেটা কারো অজানা নয়। তিনবারের একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন বীর মুক্তি যোদ্ধার স্ত্রী, একজন বয়স্ক নারী নেত্রী যে বয়সে উনার মুক্ত চলার কথা এবং থাকার কথা ছিলো পরিবারের কাছে, কথা ছিলো নাতী-নাতনীদের সাথে গল্পগুজব করে সময় কাটানোর, কিন্তু নিয়তির খেলায় সেই বয়সে মমতাময়ী নেত্রী জামিনযোগ্য অপরাধের একটা মিথ্যা মামলায় জালিমের কারাগারে জেল খাটতে হচ্ছে বছরের অধিক সময়। যে দেশে হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যায়, সেই দেশে একজন সাবেক প্রধানমন্ত্রীর মাত্র দুই কোটি টাকার সাজানো একটা মিথ্যা মামলায় দিনের পর দিন মাসের পর মাস, অসুস্থ অবস্থায় একাকিত্ব জীবন যাপন কতটা যুক্তিসংগত?
গনতন্ত্রের মা একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার যে অমানবিক আচরণ করা হচ্ছে তা কোনভাবে বাংলাদেশের গনতন্ত্রকামী মানুষের কাছে গ্রহনযোগ্য না।বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সবচাইতে সফল ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বেই ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছিলো। আজকে আবার আরেক স্বৈরাচীরের কবল থেকে দেশ! দেশের মানুষকে সেই নব্য স্বৈরচারদের কাছ থেকে মুক্ত করতে দলের নেতা কর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে ঝাপ দিবেন এই সময়ে স্বৈরাচার সরকার মিথ্যা মামলা দিয়ে নেত্রীকে বন্ধী করে রেখেছে। বেগম খালেদা জিয়া যেমন বাংলার ১৭কোটি মানুষের প্রান তেমনি বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণ।
বেগম খালেদা জিয়া সেই নেত্রী যিনি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে বিপুল ভোটে জয়লাভের মাধ্যমে তিন তিন বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। ন্যালসন ম্যানডেলাও জেল খেটেছিলেন, আর যে কারণে রাজনৈতিক বৈষম্যের কথা উঠলেই মানুষ উনার নামের উদাহরণ দিয়ে প্রতিবাদ করে। তেমনি হয়তো পৃথিবীর যে কোন দেশে গণতন্ত্রের কথা উঠলে সেই দেশের গনতন্ত্রকামী মানুষ বেগম খালেদা জিয়ার নাম বলবে এবং উনিই হয়ে উঠবেন বিশ্ব “গণতন্ত্রের প্রতীক”। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া যে অনন্য উচ্চতায় পৌছেছেন সেই উচ্চতা ছোঁয়া আর কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীর পক্ষে সম্ভব কিনা তা সন্দেহের বিষয়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের কাছে মাথার মুকুট হয়ে থাকবেন।
ব্যক্তিগত ভাবে একটা দল হিসেবে শহীদ জিয়ার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য যতটা না খারাপ লাগে তার চাইতে বেশি খারাপ লাগে ঐ ভদ্র মহিলার জন্য যিনি দেশের জন্য শুধু নিজের জীবনই না, হারিয়েছেন স্বামী, হারিয়েছেন পুত্র যা কোনদিন পুর্ন হবার না। জানিনা পাপে ভরা পাপিষ্ঠদের ক্ষমতার এই ক্ষুধা কখন মিটবে, আর কবেই বা তাদের প্রতিহিংসার রেষানোল থেকে মুক্তি পাবে প্রিয় বাংলাদেশের ষোল কোটি মানুষের প্রাণপ্রিয় আপোষহীন নেত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া।
তাজুল ইসলাম
সদস্য, যুক্তরাজ্য বি এন পি