বড়লেখায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৯, ৭:২০ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নাহিদ হাসান অপু (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ নভেম্বর শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গঙ্গারজল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাহিদ হাসান অপু উপজেলার সদর ইউপির গঙ্গারজল গ্রামের আব্দুস সবুরের ছেলে।
পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৪ সালে এক শিশুকে ধর্ষণের ঘটনায় তার পরিবার নাহিদ হাসান অপুকে আসামি করে বড়লেখা থানায় একটি মামলা (৭৫/১৪) করেন। মামলাটি পরবর্তীতে মৌলভীবাজার শিশু আদালতে স্থানান্তরিত হয়। মামলার পরই পলাতক ছিলেন নাহিদ হাসান অপু। দীর্ঘদিন পর শনিবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহিনুর রহমান নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গঙ্গারজল এলাকা থেকে নাহিদ হাসান অপুকে গ্রেফতার করে।
বড়লেখা থানার এএসআই মো. জাহিনুর রহমান রোববার সন্ধ্যায় বলেন, মামলার পরই নাহিদ হাসান অপু পালিয়ে যান। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।