বিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৯, ১০:৫৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বশিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর শনিবার দুপুরে স্কুলের হলরুমে জনসাধারণের দাবির প্রেক্ষিতে স্কুল পরিচালনা কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা কমিটির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও নিবুল চন্দ্র দাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কুলের সাবেক প্রধান শিক্ষক রনধীর দাশ চৌধুরী, অতিকা অধিকারী, কাইয়ুম ভূঁইয়া, কাজী আমজাদ হোসেন, ইসমাঈল হোসেন, দৈনিক জাগরণ প্রতিনিধি আশরাফ আলী ও স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন হাসান প্রমুখ।
বিদ্যালয়টির নাম পরিবর্তন করে বাশিরপুরের জায়গায় ‘বাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করার দাবি জানান এলাকাবাসী।
১৯৮৪ সালে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুরে কয়েকজন শিক্ষানুরাগী ও ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মঈন উদ্দিন মইজনের একান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। ভুলবশত বিদ্যালয়টির নাম বাছিরপুরের পরিবর্তে বশিরপুর হয়ে যায়। এরপর থেকেই বিদ্যালয়টি বশিরপুর নামে পরিচিতি পায়। কিন্তু স্থানীয়রা এ নাম পরিবর্তনের দাবি করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুপমা দাশ, বিন্দু দাশ, হরকুমার দাশ ও দাতা সদস্য সঞ্জিত পাল। উপস্থিত ছিলেন স্কুলের দাতা পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে বিদ্যালয়টির নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।