ধানের গাদায় মিলল ৬ বনবিড়ালের ছানা
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৯, ৬:৩৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ধানের গাদা থেকে বিপন্ন প্রজাতির ৬টি বন বিড়ালের (ঔঁহমষব ঈধঃ) ছানাকে উদ্ধার করেছে মৌলভীবাজার প্রকৃতি সংরক্ষণ বিভাগ। মা তার এ ছোট ছানাগুলোকে রেখে অন্যত্র চলে গিয়েছিল।
২৩ নভেম্বর শনিবার দুপুরে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইমলামপুর গ্রাম থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল অফিসে নিয়ে আসা হয়েছে। বাচ্চাগুলো বর্তমানে সুস্থ আছে।
এ ব্যাপারে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, এক কৃষক আগের দিন ধান কেটে যখন ধানগুলো স্তুপ করে রেখেছিলেন, পরদিন সেই ধানের স্তুপের মাঝে বনবিড়ালের ৬টি ছানাদের পাওয়া গেছে। আমাদের ধারণা, মা বনবিড়ালটি তার ছানাগুলোকে রেখে চলে গিয়েছে।
খবর পেয়ে আমরা এ ছানাগুলোকে উদ্ধার করে নিয়ে এসেছি। বর্তমানে ছানাগুলো বন্যপ্রাণীপ্রেমী সোহেল শ্যাম এর সেবা যতেœ আছে। আমরাও খোঁজখবর নিচ্ছি। তিনি তাদের দুগ্ধপান করানোসহ যতœআত্তি করে চলেছেন বলে জানান বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা মোনায়েম।
বনবিড়াল নিশাচর প্রাণী। তবে মাঝে মাঝে দিনের বেলাও খাবারের সন্ধানে বের হয়। সাধারণ, বনের প্রান্তে, নির্জন গ্রামে এবং চিরসবুজ বনে তাদের দেখা যায়। এদের খাদ্যতালিকায় রয়েছে ছোট স্তণ্যপায়ী, হাঁস-মুরগি ও পাখি।