বড়লেখায় আছিয়া খাতুন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৯, ৫:৪৯ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় আছিয়া খাতুন কল্যাণ ট্রাস্ট জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাঁঠালতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা হয়। পরীক্ষায় উপজেলার ২০টি হাইস্কুলের অষ্টম শ্রেণির ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
এতে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ মোট চারটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ট্রাস্টের সভাপতি মহিউদ্দিন আহমদ গুলজার, জেলা পরিষদ সদস্য শহিদুল হক শিমুল, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য এখলাছ উদ্দিন এবং ট্রাস্টের সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান প্রমুখ।