কুলাউড়ায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৯, ৫:৩৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
কুলাউড়ায় এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
২২ নভেম্বর শুক্রবার রাত ১০টায় বরমচাল রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের বয়স প্রায় ৭০ বছর।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করেন। সিলেটগামী জয়ন্তিকা নতুবা আখাউড়াগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ে থানার ওসি শাহ মো. সাজিদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি তবে ঢাকা থেকে তার ভাগিনা পরিচয় দিয়ে একজন যোগাযোগ করেছেন। তিনি আসলে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।