মৌলভীবাজারে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তার ৮ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০১৯, ৫:২১ অপরাহ্ণ
ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে প্রতিশ্রুত সেবা না দেওয়ায় মৌলভীবাজারের দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার শহরের জুগিডর রোডে অবস্থিত মেসার্স আর জে এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা ও এম. সাইফুর রহমান রোডে অবস্থতি ফুট লকার জুতার শো-রুমকে ৪ হাজার টাকা জরমিানা করা হয়।
জানা যায়, অনু মিয়া ও জাভেদ আকিব নামের দুজন ভোক্তা পৃথকভাবে এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশ্রুত সেবা না পাওয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মৌলভীবাজার ভোক্তার সহকারি পরিচালক মো. আল আমিন এই জরিমানা করেন। আইন অনুযায়ী অভিযোগকারীদের জরিমানার ২৫% টাকা প্রদান করা হয়।