কমলগঞ্জে ৫ জুয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০১৯, ৫:০৩ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জের শমশেরনগরে পুলিশি অভিযানে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টায় শমশেরনগর ফাঁড়ির পুলিশ মরাজানের পার গ্রাম থেকে তাদের আটক করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে পুলিশ মরাজানের পার গ্রামে অভিযান চালায়। মরাজানের পার গ্রামের সুজন মিয়ার বাড়ির সন্নিকট থেকে জুয়া খেলা অবস্থায় রাধানগর গ্রামের আকবর আলী (৫৫), রাধানাগর গ্রামের মতি মিয়া (৪৫), রাধানগর গ্রামের খুরশেদ মিয়া (৪৫) ও মরাজানের পার গ্রামের সায়েদ আলী (৫০), মরাজানের পারের ছমির মিয়া (৫৫) কে আটক করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনজির হোসেন ৫ জুয়াড়িকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া খেলার অপরাধে তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার ৫ জুয়াড়িকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।