ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দুবাইর আল আইন শহরে আলোচনা সভা
ঈদে মিলাদুন্নবী (সা.) মুমিনের ঈমান তাজা করার প্রেরণা নিয়ে আসে -আলহাজ হাফিয সাব্বির আহমদ
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৯, ২:২০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ব্রিটেনের বার্মিংহামে অবস্থিত সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্বমুমিনের ঈমান তাজা করার প্রেরণা নিয়ে আসে। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান রাসূলের অনুপম জীবনাদর্শ চর্চার এক বড় সুযোগ। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আকিদায় বিশ্বাসীরা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনকে খুশির দিন হিসেবে পালন করেন। রাসূলের মহান শিক্ষা পৃথিবীর মানুষকে নতুন জীবনের সন্ধান দিয়েছিল।
আলহাজ হাফিয সাব্বির আহমদ আরো বলেন, আল্লাহর রাসূল (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করলে শুধু মুসলমানরাই নই পৃথিবীর সকল ধর্মের মানুষ উপকৃত হবে। বিদায় হজের ভাষণে তিনি সকল মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদে সকল ধর্ম ও গোত্রের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন। সকল ধর্ম ও গোত্রের মানুষকে এই সংবিধানে এক উম্মাহ বলে ঘোষণা করা হয়েছে। মদিনা সনদ পৃথিবীর সকল রাষ্ট্রের আইনের মূল উৎস।
আরব আমিরাত আল-ইসলাহর আল-আইন জেলা শাখার উদ্যোগে গত ১৫ নভেম্বর শুক্রবার একটি রেস্টুরেন্টে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ হাফিয সাব্বির আহমদ একথাগুলো বলেন।
আল-আইন জেলা শাখার সভাপতি মাওলানা কারী জাহাঙ্গীর চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কারী আব্দুর রহিম বুরহানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আরব আমিরাত আল-ইসলাহর সভাপতি মাওলানা কারী জয়নুল আবেদীন, সিনিয়র সহসভাপতি কারী আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক কারী মাহমুদুর রহমান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মুহিবুর রহমান খালেদ, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ কারী আব্দুল মালিক, আন্তর্জাতিক সম্পাদক জাকির হোসেন, সাবেক শারজাহ আল ইসলাহর সভাপতি মাওলানা কারী ছাদিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।