মৌলভীবাজারে সরকারি কল সেন্টার ৩৩৩ এর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৯, ৬:৪০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে সরকারি কল সেন্টার ‘৩৩৩’ হেল্পলাইন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সিলেট বিভাগ থেকে শুরু হওয়া ৩৩৩ হেল্পলাইন সার্ভিসের তৃতীয় জেলা হিসাবে মৌলভীবাজারে আজ ১৬ নভেম্বর শনিবার বিকাল ৫.১৫ টায় এই সার্ভিসের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাবুদ্দীন এমপি।
বিকাল ৩টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনমিলন কেন্দ্রে ‘মৌলভীবাজার জেলায় ৩৩৩’ কল সেন্টার, অনলাইন ড্রিলিং লাইসেন্স সিস্টেম এবং ছাদ কৃষি কার্যক্রম বিষয়ক’ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো.আজিজুর রহমান। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মিছবাহুর রহমান।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের স্বাগত বক্তব্যের পর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ‘৩৩৩’ কল সেন্টার থেকে মোবাইল ফোনে প্রাপ্ত সেবার ধরণ দর্শকদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাবুদ্দীন এমপি বলেন, ‘৩৩৩’ কল সেন্টারের মাধ্যমে প্রদত্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদেরকে গ্রামের মানুষকে এই সেবা সম্পর্কে অবহিত করতে হবে।
তিনি ছাদ কৃষি সম্পর্কে বলেন, যেহেতু সিলেট থেকে এই সেবা শুরু হয়েছে তাই প্রথমে সিলেটের সকল সরকারি অফিসের ছাদ কৃষির আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা বেদখল হয়ে যাওয়ার ভয়ে পতিত জমি কাউকে লিজ দেন না। আমরা তাদের কাছ থেকে চুক্তির মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে এই জমি লিজ নিয়ে কৃষির আওতায় নিয়ে আসবো।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন সিলেট থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। বাংলাদেশে প্রথম সিলেট বিভাগকে ডিজিটালের আওতায় নিয়ে আসা হবে। এর আগে সিলেট ও হবিগঞ্জ জেলায় এর উদ্বোধন হয়। তৃতীয় জেলা হিসাবে মৌলভীবাজারে আজ এর উদ্বোধন করা হল।
বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান অনুষ্ঠান চলাকালে ‘৩৩৩’ কল সেন্টারে ফোন করে মৌলভীবাজারের পুলিশ সুপারের মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং পরিবেশ মন্ত্রীর নিজ উপজেলা বড়লেখার পাখিওয়ালা গ্রামের একটি খতিয়ান নম্বর দিয়ে ফর্চা পেতে আবেদন করেন।
ডিজিটাল সেবা গ্রহণের নিয়মাবলী প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সকলের সামনে প্রদর্শন ও এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এটুআই প্রকল্পের উপ-সচিব আশরাফুল আমিন, উপ-পরিচালক আজিম উদ্দিন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মল্লিকা দে ।