জুড়ীতে আবর্জনা পরিস্কার করে ফুলের গাছ লাগানেন স্বেচ্ছাসেবীরা
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৯, ৩:১৫ অপরাহ্ণ
জুড়ী সংবাদদতা ::
জুড়ী উপজেলার দক্ষিণ জাঈীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ রাস্তার দুই পাশের ময়লা ও আবর্জনার স্তুপ স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করল স্বেচ্ছাসেবী যুবকরা।
১৫ নভেম্বর শুক্রবার স্থানীয় চাল ব্যবসায়ি মর্তুজ আলী ও উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এ পরিস্কার অভিযানে উপস্থিত ছিলেন জুড়ী কলেজ ছাত্রলীগ নেতা মান্না আহমদ, মাছুম আহমদ, আব্দুর রাজ্জাক জুমন, সোহানুর রহমান ও মামুন আহমদসহ ১০-১৫ জনের একটি দল।
জুড়ী বাজারের পাশ্বর্বর্তী এলাকায় এই দুই বিদ্যালয়ের অবস্থান থাকায় ময়লা আবর্জনা জমে দূর্গন্ধ ছড়াচ্ছিল। এতে এ রাস্তা দিয়ে স্কুলে যাতায়াতকারী শিক্ষার্থীরা দুর্গন্ধে কষ্ট পাচ্ছিলেন । এই অবস্থা দেখে স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে আবর্জনার স্তুপ পরিস্কার করে রাস্তার দুই পাশে বিভিন্ন জাতের ফুলের চারা লাগান।
স্বেচ্ছাসেবী মর্তুজ আলী বলেন, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এ কাজ করছি। আর্বজনা পরিস্কার করলে পরিবেশ ভালো থাকবে। ফুলের গাছের ফুল আমাদের সুগন্ধি ছড়াবে। সকলের এ ধরনের কাজ করা উচিত বলে তিনি মনে করেন।