মৌলভীবাজার সদরের আখাইলকুড়ায় যুবতীকে ধর্ষণ, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৯, ৩:৪৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের খৈশাউড়া গ্রামে রাতের আঁধারে ঘরে ঢুকে এক যুবতীকে ধর্ষণ করেছে প্রতিবেশি কেনান মিয়ার ছেলে ছয়ফুল মিয়া (২৩)। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় ৪ জনকে আসামী করে মামলা করেছেন ধর্ষণের শিকার মেয়েটি। গত সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের খৈশাউড়া গ্রামের কেনান মিয়ার ছেলে ছয়ফুল মিয়া (২৩) প্রায়ই প্রতিবেশি রেশমা বেগমকে (১৮) (ছদ্মনাম) কুপ্রস্তাব করতো। বিষয়টি ধর্ষক ছেলের বাবা ও চাচাকেও জানানো হয়। গত সোমবার (৪ নভেম্বর) মেয়েটি তার চাচাতো ভাই খালিদ মিয়ার ঘরে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে ছয়ফুল মিয়া কৌশলে ওই ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে জড়িয়ে ধরে। মেয়েটি তখন সজাগ হয়ে তাকে বাঁধা দিলে সে মুখচেপে ধরে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার করলে বাড়ির লোকজন এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন। তাৎক্ষনিকভাবে গ্রামের মুরব্বি ও ছেলের বাবা চাচা মিলে ছেলের সাথে মেয়ের বিয়ে পড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ছেলেকে ছাড়িয়ে নেন। পরে বিয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে সংশ্লিষ্টরা টাকা দিয়ে বিষয়টি ধামাচাপার চেষ্টা করেন। এক পর্যায়ে গত ১১ নভেম্বর মেয়েটি বাদী হয়ে ধর্ষক ছয়ফুল মিয়াসহ অপর ৩ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার ৩ নং আসামীকে গ্রেফতার করেছে। বর্তমানে মেয়ের ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি আছেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, মামলার আসামী হেলাল মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামীসহ বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।