আন্দোলনের দায়ে গোলাপগঞ্জে কলেজ ছাত্রকে বহিষ্কারের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৯, ৩:৩৭ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাতাঃ
দূর্ণীতি,শ্রেণী বৈষম্য বিরোধী ও পরিবেশ রক্ষা আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ কলেজ থেকে এক শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ পাওয়া গেছে। বহিষ্কারের শিকার সিদ্দিকুর রহমান ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার গ্রামের বাড়ি বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়,সিদ্দিকুর রহমান কলেজে লেখাপড়ার পাশাপাশি নানা সামাজিক কাজে সক্রিয়। ‘সাম্যবাদী শান্তি সংঘ’ নামে জাত,শ্রেণী,ধর্ম ও বর্ণ বিরোধী একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সে । এছাড়া সে ‘কুশিয়ারা নদী অঞ্চল বাঁচাও আন্দোলন’ এবং ‘পূর্ব আমকোনা শাপলা যুব সংংঘ’ নামে আরো দু’টি সামাজিক সংগঠনের সদস্য।
শ্রেণী বৈষম্যের শিকার একটি অখ্যাত বংশের ছেলে সিদ্দিক বিভিন্ন সামাজিক দূর্ণীতির প্রতিবাদ,নদী ভাঙ্গন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবীতে সবসময় সোচ্চার। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আরো অনেক ছাত্র ও যুবক ব্যতিক্রমী এসব আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে। দিনদিন তার কার্যক্রম এবং কর্মসূচীগুলো স্থানীয়ভাবে জনপ্রিয় হচ্ছিল। এমন সময় কলেজ থেকে বহিষ্কার করা হলো তাকে।
সিদ্দিকের অভিযোগ,তার সামাজিক কার্যক্রমগুলো সমাজের হতদরিদ্র ও বৈষম্যের শিকার মানুষদের স্বার্থ রক্ষা করছে বলে প্রভাবশালীরা তা মেনে নিতে পারছেন না। বিশেষ করে সরকারী দলের স্থানীয় প্রভাবশালী নেতারা তাকে পদে পদে বাধা দিচ্ছেন।
সরকারী দলের নেতারা বাধা দেওয়ার কারণ হিসেবে সিদ্দিক বলেন,’আমি শ্রেণী বৈষম্য,ধর্ম-বর্ণ এবং ধনী-গরীবের ভেদাভেদ দূর করার চেষ্টা করছি। অথচ সমাজে দীর্ঘকাল থেকে এগুলো লালন করে আসছেন স্থানীয় কিছু আওয়ামীলীগ নেতা। তাই তাদের কাছে আমার কার্যক্রম ভালো লাগছে না। তাছাড়া আমরা দূর্ণীতি ও জবর দখলের প্রতিবাদ করছি। এগুলোর সাথেও সরকারী দলের নেতারা জড়িত হওয়ায় তারা আমাদের কার্যক্রমকে তাদের জন্য হুমকি মনে করছেন। তিনি বলেন,’আমি কুশিয়ারা নদীর ভাঙ্গনের কবল থেকে মানুষকে বাঁচানোর জন্য কথা বলি। সরকারী উদ্যোগের দাবী জানাই। এটাকে আওয়ামীলীগ নেতারা সরকার বিরোধীতা বলে প্রচারণা চালাচ্ছেন। আওয়ামীলীগ নেতাদের ইন্ধন ও অনৈতিক চাপে আমাকে অন্যায়ভাবে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,’সিদ্দিক দীর্ঘ দিন থেকে সরকার বিরোধী প্রচারণা ও কার্যক্রমে জড়িত। তার দ্বারা আরো অনেক শিক্ষার্থী এ পথে পা বাড়াচ্ছে। তাকে বারবার সতর্ক করা হয়েছে,কিন্তু সে সরকার বিরোধীতা বাদ দেয়নি। তাই,কলেজের ভাবমূর্তি রক্ষা এবং সরকারের প্রতি আনুগত্য প্রমাণ করতে তাকে বহিষ্কার করা হয়েছে।’