বড়লেখায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামীযের র্যালি
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৯, ১১:৩৬ অপরাহ্ণ
বড়লেখায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মুবারক র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ১০ নভেম্বর রবিবার দুপুরে পৌর শহরে র্যালি বের করা হয়। র্যালি শেষে বড়লেখা সদর ইউপি হলরুমে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা তালামীযের সভাপতি নূরুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা আল-ইসলাহ’র সিনিয়র সভাপতি কেএম ছালেহ আহমদ কবির।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন আফনাত এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার উপজেলা সহসভাপতি রুহুল আমিন রুহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল মুমিত, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাহেদ আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাস্টার শামছুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা আব্দুল লতিফ, পৌর সাধারণ সম্পাদক ক্বারী নুরুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, পর্তুগাল আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, কাতার আল খুর শাখার সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ।