শ্যামেরকোনা দাখিল মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৯, ৮:০২ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা দাখিল মাদরাসায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ১০ নভেম্বর রবিবার মাদরাসা ক্যাম্পাসে প্রতিষ্ঠানের সুপার মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মাওলানা জাহিদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাব। বক্তব্য রাখেন, মাদরাসার সহসুপার মাওলানা মকদুছ আলী, মৌলভীবাজার সরকারি কলেজ তালামীযের সহসাধারণ সম্পাদক জুয়েল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক আল ইসলাম, সুহেল আহমদ, মামুন মিয়া, শামছুল ইসলাম, মাহফুজুর রহমান, ছালামীটিলা কে›ন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, শ্যামেরকোনা দাখিল মাদরাসা তালামীযের সভাপতি তানভীর আহমদ, সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।
আলোচনা সভার শেষে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত কেরাত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মিলাদ মাহফিল শিরণী বিতরণ করা হয়।