মৌলভীবাজারে ইয়াবা বিক্রির অর্থসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৯, ৪:২৮ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে ৭৯ পিছ ইয়াবা ট্যাবলেট ও বিক্রয়লব্ধ অর্থসহ এইচ এম শায়েদুজ্জামান নামের একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ ৯ নভেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম) এর নির্দেশে অভিযানে নামে জেলা গোয়েন্দা টিম।
জানা যায়, অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শ্রীমঙ্গল গ্রাম থেকে ৭৯ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়লব্ধ ৩১ হাজার ৫৫০ টাকাসহ এইচ এম শায়েদুজ্জামান নামের একজনকে গ্রেফতার করে। সে ওই এলাকার মো. শফিকুল রহমান ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।