জাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৯, ৬:৩৯ অপরাহ্ণ
প্রেসবিজ্ঞপ্তি ::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন মৌলভীবাজারের বাম প্রগতিশীল ধারার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ।
বিবৃতিতে জাবি উপাচার্য্য’র প্রতি আনিত অভিযোগ দ্রুত সময়ের ভেতর খতিয়ে দেখে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ও এই সময় পর্যন্ত জাবি উপাচার্য্যকে চলতি দায়িত্ব থেকে সরে আসার দাবি জানান তারা। আন্দোলনে শাসকশ্রেণীর ছাত্র সংগঠনের হামলা ও সরকারি বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, এটা ছাত্র শিক্ষকদের আন্দোলনের প্রতি ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ ও চর্চা হুমকির মুখে রয়েছে। যা কখনই কাম্য নয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন গবেষক ও প্রাবন্ধিক আহমদ সিরাজ, কবি জাহাঙ্গীর জয়েস, শিশু সংগঠক শাহাদাৎ হোসাইন, কবি জাবেদ ভূঁইয়া, সাংস্কৃতিক কর্মী আব্দুল হাফিজ চৌধুরী ইমু, শিক্ষক জলি পাল, বাম রাজনৈতিক নেতা মোহাম্মদ আলী, ছাত্র ইউনিয়ন নেতা সুবিনয় শুভ ও প্রগতিশীল ছাত্র নেতা সুমন কান্তি দাশ।